Hasana - উমরাহ গাইড 

উমরাহ গাইড

উমরাহ পালনের নির্দেশনা

ধাপে ধাপে উমরাহ সম্পাদনের সম্পূর্ণ গাইড

প্রস্তুতি পর্ব

  • মীকাতের আগে গোসল করুন (নফল গোসল)
  • নখ কাটা ও অপ্রয়োজনীয় লোম অপসারণ করুন
  • পুরুষরা ইহরামের আগে সুগন্ধি ব্যবহার করতে পারেন
  • নারীরা মুখ-ঢাকা ও দস্তানা এড়িয়ে চলবেন ইহরামের সময়
  • পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন

ইহরাম পরিধান ও নিয়ত

মীকাত থেকে ইহরাম বাঁধুন। পুরুষরা সেলাইবিহীন সাদা কাপড় (দুই টুকরা) এবং নারীরা শালীন পোশাক পরবেন।

উমরাহর নিয়ত:

اللَّهُمَّ إِنِّي أُرِيدُ العُمْرَةَ فَيَسِّرْهَا لِي وَتَقَبَّلْهَا مِنِّي

আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফাইয়াসসিরহা লি ওয়াতাক্বাব্বালহা মিন্নি

হে আল্লাহ, আমি উমরাহ করতে চাই; তা আমার জন্য সহজ করে দিন এবং কবুল করুন।

তালবিয়া পাঠ

ইহরাম বাঁধার পর থেকে তাওয়াফ শুরু পর্যন্ত বারবার তালবিয়া পড়ুন:

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالمُلْكَ، لَا شَرِيكَ لَكَ

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকালাকা লাব্বাইক, ইন্‌নাল হামদা ওয়ান্‌নি'মাতা লাকা ওয়াল্‌মুল্‌ক, লা শারীকালাক

আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। আপনার কোনো শরীক নেই; সব প্রশংসা, অনুগ্রহ ও রাজত্ব একমাত্র আপনারই।

মসজিদুল হারামে প্রবেশ

ডান পা দিয়ে প্রবেশ করুন এবং এই দোয়া পড়ুন:

بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ. اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

বিসমিল্লাহ, ওয়াস্‌সালাতু ওয়াস্‌সালামু 'আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মাফ্‌তাহ্‌ লি আবওয়াবা রাহমাতিক

আল্লাহর নামে, এবং আল্লাহর রাসুলের উপর শান্তি। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন।

তাওয়াফ (৭ চক্কর)

হাজরে আসওয়াদ থেকে শুরু করে কাবাকে বাম দিকে রেখে ৭ চক্কর সম্পন্ন করুন:

  • হাজরে আসওয়াদে ইশারা করে বলুন: بِسْمِ اللهِ، اللَّهُ أَكْبَرُ
  • প্রথম ৩ চক্করে পুরুষরা দ্রুত হাঁটবেন (রমল)
  • রুকনে ইয়ামানি স্পর্শ করুন (সম্ভব হলে)
  • প্রতি চক্করে হাজরে আসওয়াদে তাকবির বলুন

রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যে:

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

রব্বানা আতিনা ফিদ্‌দুনিয়া হাসানাতাওঁ ওয়া ফিল আখিরাতি হাসানাতাওঁ ওয়াকিনা আযাবান্নার

হে আমাদের প্রতিপালক, দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।

তাওয়াফের নামাজ

৭ চক্কর শেষে মাকামে ইবরাহিমের পেছনে বা মসজিদের যেকোনো স্থানে দুই রাকাত নামাজ পড়ুন:

  • ১ম রাকাতে সূরা কাফিরুন পড়া মুস্তাহাব
  • ২য় রাকাতে সূরা ইখলাস পড়া মুস্তাহাব

যমযম পানি পান

কিবলামুখী হয়ে বসে যমযম পান করুন এবং দোয়া করুন:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا وَاسِعًا، وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ

আল্লাহুম্মা ইন্নি আস'আলুকা 'ইল্‌মান নাফি'আন, ওয়া রিজ্‌কান ওয়াসি'আন, ওয়া শিফা'আন মিন্‌ কুল্লি দা'ইন

হে আল্লাহ, আমি উপকারী জ্ঞান, প্রশস্ত রিজিক এবং সব রোগ থেকে আরোগ্য প্রার্থনা করি।

সাঈ (সাফা-মারওয়া)

সাফা পাহাড় থেকে শুরু করে মারওয়া পর্যন্ত ৭ বার যাতায়াত করুন:

  • সাফা → মারওয়া = ১ চক্কর
  • মারওয়া → সাফা = ২ চক্কর
  • এভাবে মারওয়ায় ৭ম চক্কর শেষ হবে
  • সবুজ বাতির মাঝে পুরুষরা দ্রুত হাঁটবেন
  • নারীরা স্বাভাবিক গতিতে হাঁটবেন

সাফা ও মারওয়ায় উঠে:

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ

নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত।

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহ, লাহুল মুল্কু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া 'আলা কুল্লি শাই'ইন কদীর

আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই; রাজত্ব ও প্রশংসা তাঁরই। (তিনবার পড়ুন)

চুল মুণ্ডন বা ছোট করা

সাঈ শেষে চুল মুণ্ডন বা ছোট করুন:

  • পুরুষ: মাথা মুণ্ডন করা (হালক) উত্তম, না হলে সমস্ত মাথার চুল ছোট করুন (তাকসির)
  • নারী: এক আঙুল পরিমাণ (১-২ সেমি) চুলের ডগা সমানভাবে কাটুন
  • এরপর ইহরামের সকল নিষেধাজ্ঞা উঠে যাবে
  • আপনার উমরাহ সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ!

গুরুত্বপূর্ণ পরামর্শ

  • সর্বদা পরিচয়পত্র ও হোটেল ঠিকানা সাথে রাখুন
  • ভিড়ের সময় ধৈর্য ধরুন, কাউকে কষ্ট দেবেন না
  • নির্দিষ্ট দোয়া ছাড়াও নিজের ভাষায় দোয়া করুন
  • বেশি বেশি কুরআন তিলাওয়াত ও নফল নামাজ পড়ুন
  • পানি পান করুন এবং বিশ্রাম নিন
  • অসুস্থ হলে দ্রুত চিকিৎসা নিন
  • নামাজের সময় মসজিদে উপস্থিত থাকুন

ইহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়

  • সুগন্ধি ব্যবহার করা
  • নখ ও চুল কাটা
  • পুরুষদের মাথা ঢাকা বা সেলাইযুক্ত কাপড় পরা
  • নারীদের মুখ ঢাকার জন্য নেকাব বা দস্তানা পরা
  • স্ত্রী-সহবাস ও যৌন উত্তেজক কাজ
  • ঝগড়া-বিবাদ ও অশ্লীল কথা
  • শিকার করা বা শিকারে সাহায্য করা
  • বিয়ে করা বা বিয়ের প্রস্তাব দেওয়া