আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
শপথ ‘ত্বীন’ ও ‘যায়তুন’-এর,
-
শপথ সিনাই উপত্যকার তূর পর্বতের,
-
শপথ এ নিরাপদ (মক্কা) নগরীর,
-
অবশ্যই আমি মানুষকে সুন্দরতম অবয়বে পয়দা করেছি,
-
তারপর (অকৃতজ্ঞতার কারণে) আমি তাকে সর্বনিম্নস্তরে নিক্ষেপ করবো,
-
তবে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে (তাদের কথা আলাদা), তাদের জন্যে রয়েছে এমন সব পুরস্কার, যা কোনোদিন শেষ হবে না;
-
(বলতে পারো,) এরপরও কোন্ জিনিস তোমাকে শেষ বিচারের দিনটিকে মিথ্যা প্রতিপন্ন করাচ্ছে?
-
আল্লাহ তায়ালা কি সব বিচারকের (তুলনায়) শ্রেষ্ঠ বিচারক নন?