আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
  1. যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে,
  2. যখন তারাগুলো একে একে খসে পড়বে,
  3. যখন পর্বতমালাকে(নিজ নিজ স্থান থেকে) সরিয়ে দেওয়া হবে,
  4. যখন দশমাসের গর্ভবতী উটনীকে (নিজের অবস্থার উপর) ছেড়ে দেওয়া হবে,
  5. যখন হিংস্র জন্তুগুলোকে এক জায়গায় জড়ো করা হবে,
  6. যখন সাগরসমূহকে (আগুন দ্বারা) প্রজ্জ্বলিত করা হবে,
  7. যখন প্রাণসমূহকে (কবর থেকে উত্থিত নিজ নিজ) দেহের সাথে জুড়ে দেওয়া হবে,
  8. যখন সদ্যপ্রসূত মেয়েটিকে জিজ্ঞাসা করা হবে-
  9. কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল,
  10. যখন আমলের নথিপত্র খোলা হবে,
  11. যখন আসমান খুলে দেওয়া হবে,
  12. যখন জাহান্নাম প্রজ্জ্বলিত করা হবে,
  13. যখন জান্নাতকে (মানুষের) কাছে নিয়ে আসা হবে,
  14. (তখন) প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী জিনিস (আল্লাহ তায়ালার কাছে) হাজির করেছে;
  15. আমি শপথ করছি সেসব তারকাপুঞ্জের যা (চলতে চলতে ) গা ঢাকা দেয়,
  16. (আবার মাঝে মাঝে) যা অদৃশ্য হয়ে যায়,
  17. (শপথ) রাতের যখন তা নিঃশেষ হয়ে যায়,
  18. (শপথ) সকাল বেলার যখন তা (দিনের আলোয়) নিশ্বাস নেয়,
  19. এ (কোরআন) হচ্ছে সম্মানিত (ও মর্যাদাসম্পন্ন) বাহকের (পৌছানো) বানী,
  20. শক্তিশালী, আরশের মালিক আল্লাহ তায়ালার কাছে তার অবস্থান (অনেক মর্যাদাপূর্ণ),
  21. যেখানে তাকে মান্য করা হয়, (অতঃপর) সে সেখানে গভীর আস্থাভাজনও;
  22. তোমাদের সাথী (কিন্তু) পাগল নয়,
  23. সে তাকে স্বচ্ছ দিগন্তে দেখেছে,
  24. অদৃশ্য জগতের (কথা পৌছানোর) ব্যাপারে সে কখনও কার্পণ্য করে না,
  25. এটা কোনো অভিশপ্ত শয়তানের কথাও নয়,
  26. অতএব তোমরা (কোরআন থেকে মুখ ফিরিয়ে ) কোন দিকে যাচ্ছো?
  27. এটা সৃষ্টিকুলের জন্য এক উপদেশ বৈ কিছুই নয়,
  28. যে সঠিক পথ ধরে চলতে চায় (এটি শুধু) তার জন্যই (উপদেশ);
  29. (আসলে) তোমরা তো কিছুই চাইতে পারো না, হ্যা চাইতে পারেন একমাত্র আল্লাহ তায়ালা, তিনি সৃষ্টিকুলের মালিক।