আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে,
-
যখন তারাগুলো একে একে খসে পড়বে,
-
যখন পর্বতমালাকে(নিজ নিজ স্থান থেকে) সরিয়ে দেওয়া হবে,
-
যখন দশমাসের গর্ভবতী উটনীকে (নিজের অবস্থার উপর) ছেড়ে দেওয়া হবে,
-
যখন হিংস্র জন্তুগুলোকে এক জায়গায় জড়ো করা হবে,
-
যখন সাগরসমূহকে (আগুন দ্বারা) প্রজ্জ্বলিত করা হবে,
-
যখন প্রাণসমূহকে (কবর থেকে উত্থিত নিজ নিজ) দেহের সাথে জুড়ে দেওয়া হবে,
-
যখন সদ্যপ্রসূত মেয়েটিকে জিজ্ঞাসা করা হবে-
-
কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল,
-
যখন আমলের নথিপত্র খোলা হবে,
-
যখন আসমান খুলে দেওয়া হবে,
-
যখন জাহান্নাম প্রজ্জ্বলিত করা হবে,
-
যখন জান্নাতকে (মানুষের) কাছে নিয়ে আসা হবে,
-
(তখন) প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী জিনিস (আল্লাহ তায়ালার কাছে) হাজির করেছে;
-
আমি শপথ করছি সেসব তারকাপুঞ্জের যা (চলতে চলতে ) গা ঢাকা দেয়,
-
(আবার মাঝে মাঝে) যা অদৃশ্য হয়ে যায়,
-
(শপথ) রাতের যখন তা নিঃশেষ হয়ে যায়,
-
(শপথ) সকাল বেলার যখন তা (দিনের আলোয়) নিশ্বাস নেয়,
-
এ (কোরআন) হচ্ছে সম্মানিত (ও মর্যাদাসম্পন্ন) বাহকের (পৌছানো) বানী,
-
শক্তিশালী, আরশের মালিক আল্লাহ তায়ালার কাছে তার অবস্থান (অনেক মর্যাদাপূর্ণ),
-
যেখানে তাকে মান্য করা হয়, (অতঃপর) সে সেখানে গভীর আস্থাভাজনও;
-
তোমাদের সাথী (কিন্তু) পাগল নয়,
-
সে তাকে স্বচ্ছ দিগন্তে দেখেছে,
-
অদৃশ্য জগতের (কথা পৌছানোর) ব্যাপারে সে কখনও কার্পণ্য করে না,
-
এটা কোনো অভিশপ্ত শয়তানের কথাও নয়,
-
অতএব তোমরা (কোরআন থেকে মুখ ফিরিয়ে ) কোন দিকে যাচ্ছো?
-
এটা সৃষ্টিকুলের জন্য এক উপদেশ বৈ কিছুই নয়,
-
যে সঠিক পথ ধরে চলতে চায় (এটি শুধু) তার জন্যই (উপদেশ);
-
(আসলে) তোমরা তো কিছুই চাইতে পারো না, হ্যা চাইতে পারেন একমাত্র আল্লাহ তায়ালা, তিনি সৃষ্টিকুলের মালিক।