আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
অধিক (সম্পদ) লাভের পারস্পরিক প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে,
-
এমনি করেই (ধীরে ধীরে) তোমরা কবরের কাছে গিয়ে হাযির হবে;
-
না, এমনটি কখনো নয়, তোমরা অচিরেই জানতে পারবে,
-
কখনো নয়, তোমরা অতি সত্বরই (এই অবহেলার পরিণাম) জানতে পারবে;
-
(কতো ভালো হতো!) যদি তোমরা সঠিক জ্ঞান কি- তা জানতে পারতে;
-
অবশ্যই তোমরা (সেদিন) জাহান্নাম দেখবে,
-
হাঁ, তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা দেখতে পাবে,
-
এরপর (আল্লাহ তায়ালার) নেয়ামত সম্পর্কে তোমাদের সেদিন অবশ্যই জিজ্ঞেস করা হবে ।