আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
শপথ সূর্যের এবং তার রৌদ্রচ্ছটার,
-
শপথ চাঁদের– যখন সে তার পেছনে পেছনে আসে,
-
শপথ দিনের– যখন সে তাকে আলোকিত করে,
-
শপথ রাতের– যখন সে তাকে ঢেকে দেয়,
-
শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন– তাঁর,
-
শপথ পৃথিবীর এবং যিনি একে বিছিয়ে দিয়েছেন– তাঁর,
-
শপথ মানব প্রকৃতির এবং যিনি তার যথাযথ বিন্যাস স্থাপন করেছেন– তাঁর,
-
অতপর আল্লাহ তায়ালা তাকে তার পাপ ও (পাপ থেকে) বেঁচে থাকা (-র বিশেষ জ্ঞান) প্রদান করেছেন,
-
নিসন্দেহে মানুষের মধ্যে সে-ই সফলকাম যে (পাপ থেকে দূরে থেকে) তাকে পরিশুদ্ধ করেছে,
-
আর যে (ব্যক্তি পাপে নিমজ্জিত হয়ে) তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে,
-
সামুদ জাতি তার অবাধ্যতার সাথে (আল্লাহর নবীকে) মিথ্যা প্রতিপন্ন করেছিলো,
-
যখন তাদের বড়ো না-ফরমান ব্যক্তিটি ষড়যন্ত্রে মেতে ওঠলো,
-
অতপর আল্লাহর নবী তাদের বললো, (এ হচ্ছে) আল্লাহর পাঠানো উটনী, আর এ হচ্ছে তার পানি পান (করার জায়গা);
-
কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, অতপর উটনীটিকে তারা নলি কেটে (হত্যা করে) ফেললো, তাদের এ না-ফরমানীর কারণে তাদের মালিক তাদের ওপর বিপর্যয় নাযিল করলেন, অতপর তিনি তাদের নির্মূল করে দিলেন,
-
আর রাজাধিরাজ আল্লাহ তায়ালা এসব ব্যাপারে (যে পাপিষ্ঠ) তার পরিণতির পরোয়া করেন না।