আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
(হে নবী,) তুমি বলো, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে,
-
(আমি আশ্রয় চাই) মানুষের বাদশাহের কাছে,
-
(আমি আশ্রয় চাই) মানুষের মাবুদের কাছে,
-
(আমি আশ্রয় চাই) কুমন্ত্রণাদানকারীর অনিষ্ট থেকে, যে (প্ররোচনা দিয়ে) গা ঢাকা দেয়,
-
যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়,
-
জ্বিনদের মধ্য থেকে (হোক বা) মানুষদের মধ্য থেকে হোক (তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহ তায়ালার কাছে আশ্রয় চাই)।