আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
এক মহা (বিপর্যয় সৃষ্টিকারী) দুর্যোগ!
-
কী সেই মহাদুর্যোগ?
-
তুমি কি জানো– সে মহাদুর্যোগটা কি?
-
(এটা এমন বিপর্যয়) যেদিন মানুষগুলো পতংগের মতো (ইতস্তত) বিক্ষিপ্ত হয়ে পড়বে,
-
পাহাড়গুলো রঙ বেরঙের ধুনা তুলার মতো হবে;
-
অতপর যার ওযনের পাল্লা (সেদিন) ভারী হবে,
-
সে (অনন্তকাল ধরে) সুখের জীবন লাভ করবে;
-
আর যার ওযনের পাল্লা হালকা হবে,
-
হাবিয়া দোযখই হবে তার ঠিকানা,
-
তুমি কি জানো সে (হাবিয়া দোযখ)-টি কী?
-
(হ্যাঁ,) তা হচ্ছে প্রজ্বলিত আগুনের এক (বিশাল) কুন্ডলী।