আয়াত ৩৬ | রুকু ০ | অবতীর্ণের অনুক্রম ০৮৩
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
  1. দুর্ভোগ তাদের জন্যে যারা মাপে কম দেয়,
  2. যারা মানুষদের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরোপুরি আদায় করে,
  3. (আবার) নিজেরা যখন (অন্যের জন্যে) পরিমাপ করে তখন কম দেয়;
  4. এরা কি ভাবে না (বিচারের জন্যে) তাদের (একদিন কবর থেকে) তুলে আনা হবে?
  5. (আনা হবে) এক বড়ো দিবসের জন্যে,
  6. সেদিন সমগ্র মানুষ সৃষ্টিকুলের মালিকের সামনে এসে দাঁড়াবে;
  7. কখনো না, গুনাহগারদের আমলনামা থাকবে ‘সিজ্জীনে’;
  8. তুমি কি জানো (সে) সিজ্জীনটা কি?
  9. (এটা হচ্ছে) সীল করা (একটা) বই;
  10. (সেদিন) মিথ্যা সাব্যস্তকারীদের জন্যে চূড়ান্ত ধ্বংস অবধারিত-
  11. যারা শেষ বিচারের (এ) দিনটিকে মিথ্যা সাব্যস্ত করে;
  12. (আসলে) প্রতিটি সীমালংঘনকারী পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউই এ (বিচার দিনটি)-কে মিথ্যা সাব্যস্ত করে না,
  13. যখন তার সামনে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে বলে, এগুলো হচ্ছে নিছক আগের কালের গল্পগাথা;
  14. কখনো নয়, বরং এদের কৃতকর্ম এদের মনের ওপর ঝং ধরিয়ে রেখেছে।
  15. কখনো না, অবশ্যই এসব পাপীদের সেদিন তাদের মালিকের কাছ থেকে আড়াল করে রাখা হবে;
  16. অতপর তারা অবশ্যই জাহান্নামের আগুনে গিয়ে প্রবেশ করবে;
  17. তারপর (তাদের) বলা হবে, এ হচ্ছে (সেই জাহান্নাম) যাকে তোমরা মিথ্যা সাব্যস্ত করতে;
  18. কখনো না, নেককার লোকদের আমলনামা রক্ষিত থাকবে ইল্লিয়্যীনে;
  19. তুমি কি জানো- ‘ইলিয়্যীন’-টাই বা কি?
  20. (এটা হচ্ছে) একটি সীল করা বই,
  21. (আল্লাহ তায়ালার) নিকটতম ফেরেশতারা তা তদারক করেন;
  22. নিসন্দেহে নেককার লোকেরা মহা নেয়ামতে থাকবে,
  23. সুসজ্জিত আসনে বসে এরা (সবকিছু) অবলোকন করবে,
  24. তুমি এদের চেহারায় নেয়ামতের (তৃপ্তি ও) সজীবতা (সহজেই) চিনতে পারবে;
  25. ছিপি আঁটা (বোতল) থেকে এদের (সেদিন) বিশুদ্ধতম পানীয় পান করানো হবে,
  26. কস্তুরীর সুগন্ধি দিয়ে যার মুখ বন্ধ (করে দেয়া হয়েছে); অতএব এর জন্যে সকল উৎসাহীর উৎসাহী হওয়া উচিত;
  27. (তাতে) তাসনীমের (ফল্গুধারার) মিশ্রণ থাকবে,
  28. (তাসনীম) এমন একটি ঝর্ণাধারা- (আল্লাহ তায়ালার) নৈকট্যলাভকারীরাই সেদিন এ (পানীয়)টা পান করবে;
  29. অবশ্যই যারা অপরাধ করেছে তারা এমন লোক যারা ঈমানদারদের সাথে বিদ্রূপ করতো,
  30. (দুনিয়ায়) তারা যখন এদের পাশ দিয়ে আসা যাওয়া করতো, তখন এরা নিজেদের মধ্যে তাদের ব্যাপারে চোখ টেপাটেপি করতো,
  31. যখন এরা নিজেদের লোকদের কাছে ফিরে যেতো, তখন খুব উৎফুল্ল হয়েই সেখানে ফিরতো,
  32. তারা যখন এদের দেখতো তখন একে অপরকে বলতো, এরা অবশ্যই পথভ্রষ্ট,
  33. (অথচ) এদেরকে তাদের ওপর তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি;
  34. আজ ঈমানদার ব্যক্তিরাই কাফেরদের ওপর (নেমে আসা আযাব দেখে) হাসবে,
  35. (উঁচু) উঁচু আসনে বসে তারা (এসব দেখতে থাকবে;
  36. (তোমার কি মনে হয়) কাফেরদের কি তাদের কর্ম অনুযায়ী বিনিময় দেয়া হবে না?