আয়াত ৩৬ | রুকু ০ | অবতীর্ণের অনুক্রম ০৮৩
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
দুর্ভোগ তাদের জন্যে যারা মাপে কম দেয়,
-
যারা মানুষদের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরোপুরি আদায় করে,
-
(আবার) নিজেরা যখন (অন্যের জন্যে) পরিমাপ করে তখন কম দেয়;
-
এরা কি ভাবে না (বিচারের জন্যে) তাদের (একদিন কবর থেকে) তুলে আনা হবে?
-
(আনা হবে) এক বড়ো দিবসের জন্যে,
-
সেদিন সমগ্র মানুষ সৃষ্টিকুলের মালিকের সামনে এসে দাঁড়াবে;
-
কখনো না, গুনাহগারদের আমলনামা থাকবে ‘সিজ্জীনে’;
-
তুমি কি জানো (সে) সিজ্জীনটা কি?
-
(এটা হচ্ছে) সীল করা (একটা) বই;
-
(সেদিন) মিথ্যা সাব্যস্তকারীদের জন্যে চূড়ান্ত ধ্বংস অবধারিত-
-
যারা শেষ বিচারের (এ) দিনটিকে মিথ্যা সাব্যস্ত করে;
-
(আসলে) প্রতিটি সীমালংঘনকারী পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউই এ (বিচার দিনটি)-কে মিথ্যা সাব্যস্ত করে না,
-
যখন তার সামনে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে বলে, এগুলো হচ্ছে নিছক আগের কালের গল্পগাথা;
-
কখনো নয়, বরং এদের কৃতকর্ম এদের মনের ওপর ঝং ধরিয়ে রেখেছে।
-
কখনো না, অবশ্যই এসব পাপীদের সেদিন তাদের মালিকের কাছ থেকে আড়াল করে রাখা হবে;
-
অতপর তারা অবশ্যই জাহান্নামের আগুনে গিয়ে প্রবেশ করবে;
-
তারপর (তাদের) বলা হবে, এ হচ্ছে (সেই জাহান্নাম) যাকে তোমরা মিথ্যা সাব্যস্ত করতে;
-
কখনো না, নেককার লোকদের আমলনামা রক্ষিত থাকবে ইল্লিয়্যীনে;
-
তুমি কি জানো- ‘ইলিয়্যীন’-টাই বা কি?
-
(এটা হচ্ছে) একটি সীল করা বই,
-
(আল্লাহ তায়ালার) নিকটতম ফেরেশতারা তা তদারক করেন;
-
নিসন্দেহে নেককার লোকেরা মহা নেয়ামতে থাকবে,
-
সুসজ্জিত আসনে বসে এরা (সবকিছু) অবলোকন করবে,
-
তুমি এদের চেহারায় নেয়ামতের (তৃপ্তি ও) সজীবতা (সহজেই) চিনতে পারবে;
-
ছিপি আঁটা (বোতল) থেকে এদের (সেদিন) বিশুদ্ধতম পানীয় পান করানো হবে,
-
কস্তুরীর সুগন্ধি দিয়ে যার মুখ বন্ধ (করে দেয়া হয়েছে); অতএব এর জন্যে সকল উৎসাহীর উৎসাহী হওয়া উচিত;
-
(তাতে) তাসনীমের (ফল্গুধারার) মিশ্রণ থাকবে,
-
(তাসনীম) এমন একটি ঝর্ণাধারা- (আল্লাহ তায়ালার) নৈকট্যলাভকারীরাই সেদিন এ (পানীয়)টা পান করবে;
-
অবশ্যই যারা অপরাধ করেছে তারা এমন লোক যারা ঈমানদারদের সাথে বিদ্রূপ করতো,
-
(দুনিয়ায়) তারা যখন এদের পাশ দিয়ে আসা যাওয়া করতো, তখন এরা নিজেদের মধ্যে তাদের ব্যাপারে চোখ টেপাটেপি করতো,
-
যখন এরা নিজেদের লোকদের কাছে ফিরে যেতো, তখন খুব উৎফুল্ল হয়েই সেখানে ফিরতো,
-
তারা যখন এদের দেখতো তখন একে অপরকে বলতো, এরা অবশ্যই পথভ্রষ্ট,
-
(অথচ) এদেরকে তাদের ওপর তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি;
-
আজ ঈমানদার ব্যক্তিরাই কাফেরদের ওপর (নেমে আসা আযাব দেখে) হাসবে,
-
(উঁচু) উঁচু আসনে বসে তারা (এসব দেখতে থাকবে;
-
(তোমার কি মনে হয়) কাফেরদের কি তাদের কর্ম অনুযায়ী বিনিময় দেয়া হবে না?