আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
তুমি কি সে ব্যক্তির কথা ভেবে দেখেছো, যে শেষ বিচারের দিনকে অস্বীকার করে,
-
এ হচ্ছে সে ব্যক্তি, যে (নিরীহ) এতীমকে (গলা) ধাক্কা দেয়,
-
মিসকীনদের খাবার দিতে কখনো যে (অন্যদের) উৎসাহ দেয় না;
-
(মর্মান্তিক) দুর্ভোগ রয়েছে সেসব ( মুনাফিক) নামাযীর জন্যে,
-
যারা নিজেদের নামায থেকে উদাসীন থাকে,
-
তারা কাজকর্মে প্রদর্শনী করে-
-
এবং মানুষদের ব্যবহারিক জিনিসপত্র পর্যন্ত (যারা অন্যদের) দিতে বারণ করে।