আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
(হে নবী,) আমি অবশ্যই তোমাকে (নেয়ামতে পরিপূর্ণ) কাওছার দান করেছি;
-
অতএব তোমার মালিকের স্মরণের জন্যে তুমি নামায পড়ো এবং (তাঁরই উদ্দেশে) তুমি কোরবানী করো;
-
অবশ্যই (যে) তোমার নিন্দুক (ও দুশমন) হবে, সেই হবে শেকড়-কাটা (নির্বংশ)।