আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
(হে নবী,) তুমি বলে দাও, হে কাফেররা,
-
আমি (তাদের) ইবাদাত করি না- যাদের ইবাদাত তোমরা করো,
-
না তোমরা (তাঁর) ইবাদাত করো- যার ইবাদাত আমি করি-
-
এবং আমি (কখনোই তাদের) ইবাদাত করবো না যাদের তোমরা ইবাদাত করো,
-
না তোমরা কখনো (তাঁর) ইবাদাত করবে যাঁর ইবাদাত আমি করি;
-
‘তোমাদের (কর্ম ও) কর্মফল তোমাদের জন্যে, আর আমার (কর্ম ও) কর্মফল আমার জন্যে।’