আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
(হে মোহাম্মদ,) আমি কি তোমার (জ্ঞান ধারণের) জন্যে তোমার বক্ষ উন্মুক্ত করে দেইনি?
-
(হ্যাঁ,) আমি তোমার (ওপর) থেকে তোমার বোঝা নামিয়ে দিয়েছি,
-
(এমন এক বোঝা) যা তোমার পিঠ নুইয়ে দিচ্ছিলো,
-
আমি তোমার স্মরণকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি;
-
অতপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে;
-
নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম;
-
অতপর যখনি তুমি অবসর পাবে তখনি তুমি (এবাদাতের) পরিশ্রমে লেগে যাও–
-
এবং তুমি তোমার মালিকের অভিমুখী হও।