আয়াত ১৯ | রুকু ০ | অবতীর্ণের অনুক্রম ০৮২
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
যখন আসমান ফেটে পড়বে,
-
যখন তারাগুলো সব ঝরে পড়বে,
-
যখন সাগরকে উত্তাল করে তোলা হবে,
-
যখন কবরগুলো উপড়ে ফেলা হবে,
-
(তখন) প্রতিটি মানুষই জেনে যাবে, সে (এখানকার জন্যে) কি পাঠিয়েছে এবং কি (এমন) কাজ সে রেখে এসেছিলো: (যার পাপ পুণ্য কেয়ামত পর্যন্ত তার হিসেবে জমা হয়েছে);
-
হে মানুষ, কোন্ জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধোকায় ফেলে রাখলো?
-
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতপর তিনি তোমাকে সোজা সুঠাম করেছেন এবং তোমাকে সুসামঞ্জস্যপূর্ণ করেছেন,
-
তিনি যেভাবে চেয়েছেন সে আংগিকেই তোমাকে গঠন করেছেন;
-
না- (এ কি!) তোমরা শেষ বিচারের দিনটিকেই অস্বীকার করছো!
-
অবশ্যই তোমাদের ওপর পাহারাদার নিযুক্ত আছে,
-
এরা (হচ্ছেন) সম্মানিত লেখক,
-
তারা জানে তোমরা যা কিছু করছো।
-
নিসন্দেহে নেক লোকেরা (সেদিন আল্লাহর) অসীম নেয়ামতে (পরমানন্দে) থাকবে,
-
আর অবশ্যই পাপী-তাপীরা থাকবে জাহান্নামে,
-
শেষ বিচারের দিন তারা (সবাই ঠিকমতো) সেখানে পৌঁছে যাবে।
-
সেখান থেকে তারা আর কোনোদিনই অদৃশ্য থাকবে না;
-
তুমি কি জানো? শেষ বিচারের দিনটি কি?
-
তুমি কি (আসলেই) জানো, সে দিনটি কি?
-
যেদিন কোনো মানুষই একজন আরেক জনের কাজে আসবে না; সেদিন ফয়সালার (চূড়ান্ত) ক্ষমতা থাকবে আল্লাহ তায়ালার হাতে।