আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
  1. তোমার কাছে কি (চতুর্দিক) আচ্ছন্নকারী (বিপদের) কথা পৌঁছেছে?
  2. (সে মহা বিপদে) কিছু লোকের চেহারা হবে নিম্নগামী,
  3. (হবে) ক্লান্ত ও পরিশ্রান্ত,
  4. তারা (সেদিন) ঝলসে যাওয়া আগুনে প্রবেশ করবে,
  5. ফুটন্ত পানির (কুয়া) থেকে এদের পানি পান করানো হবে;
  6. খাবার হিসেবে কাঁটাবিশিষ্ট গাছ ছাড়া তাদের জন্যে আর কিছুই থাকবে না,
  7. এ (খাবার)-টি (যেমন) তাদের পুষ্ট করবে না, তেমনি (তা দ্বারা) তাদের ক্ষুধাও মিটবে না;
  8. (অপরদিকে) কিছু চেহারা থাকবে আনন্দোজ্জ্বল,
  9. সে আনন্দোজ্জ্বল চেহারাগুলো তাদের চেষ্টা সাধনার জন্যে (সেদিন) ভীষণ খুশী হবে,
  10. (তারা থাকবে) আলীশান জান্নাতে,
  11. সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না;
  12. তাতে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা।
  13. তাতে থাকবে (সুসজ্জিত) উঁচু উঁচু আসন,
  14. (সাজানো থাকবে) নানা ধরনের পানপাত্র,
  15. (থাকবে) সারি সারি গালিচা ও রেশমের বালিশ,
  16. (আরো থাকবে) উৎকৃষ্ট কার্পেটের বিছানা;
  17. তারা কি (মাঠের) উটনীটির দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে!
  18. আকাশের দিকে (তাকিয়ে দেখে না)? কিভাবে তাকে উঁচু করে রাখা হয়েছে।
  19. পাহাড়গুলোর দিকে (দেখে না)? কিভাবে তাদের (যমীনে) পুতে রাখা হয়েছে!
  20. যমীনের দিকে (দেখে না)? কিভাবে তাকে সমতল করে পেতে রাখা হয়েছে!
  21. তুমি (তাদের এগুলো) স্মরণ করাতে থাকো । তুমি তো একজন উপদেশদানকারী মাত্র;
  22. তুমি তো তাদের ওপর বল প্রয়োগকারী (কোনো দারোগা) নও,
  23. সে ব্যক্তির কথা আলাদা যে (হেদায়াত থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে এবং (যে আল্লাহকে) অস্বীকার করেছে,
  24. আল্লাহ তায়ালা তাকে অবশ্যই বড়ো রকমের শাস্তি দেবেন;
  25. অবশ্যই তাদের প্রত্যাবর্তন হবে আমার দিকে,
  26. অতপর তাদের হিসাব নেয়া (-র দায়িত্ব সম্পূর্ণত) আমার ওপর।