আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
তুমি কি দেখোনি তোমার মালিক (কা’বা ধ্বংসের জন্যে আগত) হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন?
-
তিনি কি (সেদিন) তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ করে দেননি?
-
তিনি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখী পাঠিয়েছেন,
-
এ পাখীগুলো তাদের ওপর (নুড়ি) পাথরের টুকরো নিক্ষেপ করছিলো,
-
অতপর তিনি তাদের জন্তু জানোয়ারের চর্বিত (ঘাস পাতা)-এর মতো করে দিলেন।