আয়াত ২২ | রুকু ১ | অবতীর্ণের অনুক্রম ০৮৫
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
শপথ (বিশালকায়) গম্বুজবিশিষ্ট আকাশের,
-
(শপথ) সে দিনের যার আগমনের ওয়াদা করা হয়েছে,
-
শপথ (প্রত্যক্ষদর্শী) সাক্ষীর, শপথ যা কিছু (তখন) পরিদৃষ্ট হয়েছে— তার;
-
(মোমেনদের জন্যে খোঁড়া) গর্তের লোকদের ধ্বংস করে দেয়া হয়েছে-
-
(ধ্বংস করে দেয়া হয়েছে) আগুনের কুন্ডলী- যা জ্বালানি দ্বারা পরিপূর্ণ ছিলো,
-
(বিশেষ করে) যখন তারা নিজেরা তার পাশে বসা ছিলো,
-
এ লোকেরা মোমেনদের সাথে যা করছিলো এরা তা প্রত্যক্ষ করছিলো;
-
তারা এ (ঈমানদার)-দের কাছ থেকে এ ছাড়া অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে, তারা এক পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর ওপর ঈমান এনেছিলো,
-
(এমন এক সত্তার ওপর,) যার জন্যে (নিবেদিত) আসমানসমূহ ও যমীনের যাবতীয় সার্বভৌমত্ব; আর আল্লাহ তায়ালা হচ্ছেন (তাদের) সকল কাজের সাক্ষী;
-
অবশ্যই যারা মোমেন নর-নারীদের ওপর অত্যাচার করেছে, অতপর তারা কখনো তাওবা করেনি, তাদের জন্যে রয়েছে জাহান্নামের আযাব এবং তাদের জন্যে রয়েছে (আগুনে) জ্বলে-পুড়ে যাওয়ার ভয়ানক শাস্তি;
-
অবশ্যই যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান এনেছে এবং (সে অনুযায়ী) ভালো কাজ করেছে, তাদের জন্যে রয়েছে এমন জান্নাত- যার নীচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত; সেটাই হচ্ছে (সেদিনের) সবচেয়ে বড় সাফল্য;
-
নিসন্দেহে তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ শক্ত;
-
অবশ্যই তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, (এমনি করে তিনি আবারও সবাইকে সৃষ্টি করবেন,
-
তিনি পরম ক্ষমাশীল, (তাঁর সৃষ্টিকে) তিনি অত্যন্ত ভালোবাসেন,
-
মহা সম্মানিত আরশের তিনি অধিপতি,
-
তিনি যা চান তাই করেন;
-
তোমার কাছে কি কতিপয় (বিদ্রোহী) সেনাদলের কথা পৌঁছেছে?
-
(তারা হচ্ছে) ফেরাউন ও সামুদ (-এর বাহিনী)!
-
এরা (কিন্তু সত্য) বিশ্বাস করেনি, (তারা) মিথ্যা সাব্যস্তকরণেই (ব্যস্ত) ছিলো,
-
আল্লাহ তায়ালা এদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন;
-
কোরআন হচ্ছে (উন্নত ও) মহামর্যাদাসম্পন্ন (এক গ্রন্থ);
-
(সম্মানিত) ফলকে (যা) সংরক্ষিত আছে।