আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
আহলে কিতাব ও মোশরেকদের মাঝে যারা (আমার আয়াত) অস্বীকার করেছে, তারা কখনো কুফরী থেকে ফিরে আসতো না, যতোক্ষণ পর্যন্ত তাদের কাছে একটি সুস্পষ্ট দলীল না আসে–
-
আল্লাহর পক্ষ থেকে রসূল (আসবে), যারা (এদের আল্লাহর) পবিত্র কিতাব পড়ে শোনাবে,
-
এতে রয়েছে উন্নত (মূল্যবোধ) ও ভারসাম্যমূলক নির্দেশাবলী;
-
কিতাবধারী লোকেরা তাদের কাছে (এই) সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরই বিভেদ এবং অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে;
-
(অথচ) এদের এ ছাড়া আর কিছুরই আদেশ দেয়া হয়নি যে, তারা আল্লাহর জন্যেই নিজেদের দ্বীন ও এবাদাত নিবেদিত করে নেবে এবং নামায প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, আর এটাই হচ্ছে সঠিক জীবন বিধান;
-
আহলে কিতাব ও মোশরেকদের মাঝে যারা (আল্লাহ তায়ালা ও তাঁর রসূলকে) অস্বীকার করেছে, তারা জাহান্নামের আগুনে থাকবে, সেখানে তারা থাকবে অনন্তকাল, এ লোকগুলোই হচ্ছে (আল্লাহর) নিকৃষ্টতম সৃষ্টি।
-
(অপরদিকে) যারা (সত্যি সত্যিই) ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তারাই হচ্ছে গোটা সৃষ্টিকুলের (মধ্যে) সর্বোৎকৃষ্ট;
-
তাদের জন্যে তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে, (রয়েছে এমন এক) জান্নাত, যার তলদেশে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা, এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে; আল্লাহ তায়ালা তাদের ওপর সন্তুষ্ট হবেন, তারাও তাঁর ওপর সন্তুষ্ট হবে; এটা এ জন্যে যে, সে (দুনিয়ার জীবনে) তার মালিককে ভয় করেছে।