আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
আমি শপথ করছি এ (পবিত্র) নগরীর,
-
এ নগরীতে তুমি (যুদ্ধের বাধ্যবাধকতা থেকে) দায়মুক্ত।
-
আমি শপথ করছি (আদি) পিতা ও (তার ঔরস থেকে) যাদের সে জন্ম দিয়েছে (তাদের),
-
আমি মানুষকে এক কঠোর পরিশ্রমের মাঝে পয়দা করেছি;
-
এ মানুষটি কি একথা মনে করে, তার ওপর কারোই কোনো ক্ষমতা চলবে না?
-
সে বলে, আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি;
-
সে কি ভেবেছে তার এসব (কর্মকান্ড) কেউ দেখেনি?
-
আমি কি (ভালোমন্দ দেখার জন্যে) তাকে দুটো চোখ দেইনি?
-
আমি কি তাকে একটি জিহ্বা ও দুটো ঠোঁট দেইনি?
-
আমি কি তাকে (ন্যায় অন্যায়ের) দুটো পথ বলে দেইনি?
-
(কিন্তু সে তো দুর্গম পথ) পার হওয়ার হিম্মত দেখায়নি,
-
তুমি কি জানো সে দুর্গম পথটি কি?
-
(তা হচ্ছে) দাসত্বের শেকল খুলে (কাউকে মুক্ত করে) দেয়া,
-
অথবা দুর্ভিক্ষের দিনে কাউকে খাবার দেয়া,
-
নিকটতম কোনো এতীমকে আহার পৌঁছানো,
-
কিংবা ধুলো লুণ্ঠিত কোনো মিসকীনকে কিছু দান করা;
-
অতপর তাদের দলে শামিল হয়ে যারা ঈমান আনবে, একে অপরকে ধৈর্যের অনুশীলন করাবে এবং একে অপরকে দয়া দেখানোর উপদেশ দেবে;
-
এরাই হচ্ছে ডান দিকের (সে সৌভাগ্যবান) লোক,
-
আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারা হচ্ছে বাম দিকের (ব্যর্থ) লোক,
-
(যেখানে) তাদের ওপর ছেয়ে থাকবে আগুনের শিখা।