আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
সময়ের শপথ,
-
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে (নিমজ্জিত) আছে,
-
সে লোকগুলো বাদে, যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে অপরকে (নেক কাজের) তাগিদ দিয়েছে এবং (এই পথে) একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে।