আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
  1. (হে মোহাম্মদ) তুমি পড়ো, (পড়ো) তোমার মালিকের নামে, যিনি সৃষ্টি করেছেন,
  2. যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবাঁধা রক্ত থেকে,
  3. তুমি পড়ো এবং (জেনে রাখো) তোমার রব বড়ো মেহেরবান,
  4. তিনি (মানুষকে) কলম দ্বারা (জ্ঞান) শিখিয়েছেন,
  5. তিনি মানুষকে (এমন কিছু) শিখিয়েছেন যা (তিনি না শেখালে) সে কখনো জানতে পারতো না;
  6. আশ্চর্য! এ মানুষটিই (একসময়ে) বিদ্রোহে মেতে ওঠে;
  7. কেননা সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে,
  8. অথচ (এ নির্বোধ ভেবে দেখেনি,) একদিন অবশ্যই তোমার মালিকের দিকে (তার) প্রত্যাবর্তন হবে;
  9. তুমি কি সে (দাম্ভিক) ব্যক্তিটিকে দেখেছো যে (তাকে) বাধা দিলো–
  10. (বাধা দিলো আল্লাহর) এক বান্দাকে– যখন সে নামায পড়লো;
  11. তুমি কি দেখেছো, সে কি সঠিক পথের ওপর আছে?
  12. কিংবা সে কি (অন্যদের) তাকওয়ার আদেশ দেয়?
  13. সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে (আল্লাহকে) মিথ্যা প্রতিপন্ন করে এবং (তাঁর থেকে) মুখ ফিরিয়ে নেয়;
  14. এ (দাম্ভিক) লোকটি কি জানে না আল্লাহ তায়ালা (তার সব কিছুই) পর্যবেক্ষণ করছেন;
  15. (কিছুতেই) না, যদি সে (এ থেকে) ফিরে না আসে, তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখভাগের চুলের গোছা ধরে হেঁচড়াবো,
  16. এই লোকটি হচ্ছে (আমাকে) মিথ্যা প্রতিপন্নকারী না-ফরমান ব্যক্তি,
  17. অতপর (বাঁচার জন্যে আজ) সে তার সংগী-সাথীদের ডেকে আনুক,
  18. আমি অচিরেই তার জন্যে (আযাবের) ফেরেশতাদের ডাক দেবো,
  19. না, তুমি কিছুতেই তার অনুসরণ করো না, তুমি (বরং) তোমার মালিকের (সামনেই) সাজদাবনত হও এবং তাঁর নৈকট্য লাভ করো।