আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
(হে নবী,) তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো,
-
যিনি তৈরী করেছেন (সকল কিছু), অতপর (তাকে) সুবিন্যস্ত করেছেন,
-
তিনি (সবকিছুর) পরিমাণ নির্ধারণ করেছেন, অতপর (সবার চলার) পথ বাতলে দিয়েছেন,
-
তিনি (যমীন থেকে) গাছের চারা বের করে এনেছেন,
-
অতপর তিনি (তাকে শুকনো) খড়কুটায় পরিণত করেছেন;
-
আমি (এই ওহী) তোমাকে পড়িয়ে দেবো, (অতপর) তুমি আর (তা) ভুলবে না,
-
অবশ্য আল্লাহ তায়ালা যদি চান (তা ভিন্ন কথা); তিনি প্রকাশ্য বিষয় জানেন, (জানেন) যা কিছু সে গোপন করে– তাও;
-
আমি তোমার জন্যে সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দিবো,
-
কাজেই তুমি (তাদের আল্লাহ তায়ালার কথা) স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানোটা উপকারী হয়;
-
যে ব্যক্তি (আল্লাহ তায়ালাকে) ভয় করবে সে (অবশ্যই) উপদেশ গ্রহণ করবে,
-
আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে,
-
যে ব্যক্তি অচিরেই বিশালকায় এক আগুনে গিয়ে পড়বে,
-
অতপর সেখানে সে মরবে না, (বাঁচার মতো করে) সে বাঁচবেও না;
-
যে ব্যক্তি (নিজেকে) পরিশুদ্ধ করে নিয়েছে, সে অবশ্যই সফলকাম হয়েছে–
-
এবং সে নিজের মালিকের নাম স্মরণ করেছে অতপর সে নামায আদায় করেছে।
-
কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই আখেরাতের ওপর প্রাধান্য দিয়ে থাকো,
-
অথচ আখেরাতের জীবনই হচ্ছে উৎকৃষ্ট ও স্থায়ী;
-
নিশ্চয়ই এ (কথা) আগের (নবীদের) কিতাবসমূহে (মজুদ) রয়েছে,
-
(মজুদ আছে) ইবরাহীম এবং মূসার কিতাবসমূহেও।