আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
  1. (হে নবী,) তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো,
  2. যিনি তৈরী করেছেন (সকল কিছু), অতপর (তাকে) সুবিন্যস্ত করেছেন,
  3. তিনি (সবকিছুর) পরিমাণ নির্ধারণ করেছেন, অতপর (সবার চলার) পথ বাতলে দিয়েছেন,
  4. তিনি (যমীন থেকে) গাছের চারা বের করে এনেছেন,
  5. অতপর তিনি (তাকে শুকনো) খড়কুটায় পরিণত করেছেন;
  6. আমি (এই ওহী) তোমাকে পড়িয়ে দেবো, (অতপর) তুমি আর (তা) ভুলবে না,
  7. অবশ্য আল্লাহ তায়ালা যদি চান (তা ভিন্ন কথা); তিনি প্রকাশ্য বিষয় জানেন, (জানেন) যা কিছু সে গোপন করে– তাও;
  8. আমি তোমার জন্যে সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দিবো,
  9. কাজেই তুমি (তাদের আল্লাহ তায়ালার কথা) স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানোটা উপকারী হয়;
  10. যে ব্যক্তি (আল্লাহ তায়ালাকে) ভয় করবে সে (অবশ্যই) উপদেশ গ্রহণ করবে,
  11. আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে,
  12. যে ব্যক্তি অচিরেই বিশালকায় এক আগুনে গিয়ে পড়বে,
  13. অতপর সেখানে সে মরবে না, (বাঁচার মতো করে) সে বাঁচবেও না;
  14. যে ব্যক্তি (নিজেকে) পরিশুদ্ধ করে নিয়েছে, সে অবশ্যই সফলকাম হয়েছে–
  15. এবং সে নিজের মালিকের নাম স্মরণ করেছে অতপর সে নামায আদায় করেছে।
  16. কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই আখেরাতের ওপর প্রাধান্য দিয়ে থাকো,
  17. অথচ আখেরাতের জীবনই হচ্ছে উৎকৃষ্ট ও স্থায়ী;
  18. নিশ্চয়ই এ (কথা) আগের (নবীদের) কিতাবসমূহে (মজুদ) রয়েছে,
  19. (মজুদ আছে) ইবরাহীম এবং মূসার কিতাবসমূহেও।