আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
  1. শপথ দ্রুতগামী ঘোড়াগুলোর, যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়,
  2. শপথ সেসব সাহসী ঘোড়ার, যাদের খুরে অগ্নিস্ফুলিংগ বের হয়,
  3. শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যূষে ধ্বংসলীলা ছড়ায়,
  4. অতপর তারা বিপুল পরিমাণ ধুলাও উড়ায়,
  5. শত্রু শিবিরে পৌঁছে তারা তা ছিন্নভিন্ন করে দেয়,
  6. অবশ্যই মানুষ তার মালিকের ব্যাপারে বড়োই অকৃতজ্ঞ,
  7. আর তার (এ অকৃতজ্ঞ আচরণ)-এর ওপর সে তো (নিজেই) সাক্ষী,
  8. অবশ্য সে (মানুষটি) ধন-দৌলতের মোহেই বেশী মত্ত্ব;
  9. সে কি (একথা) জানে না যে, কবরের ভেতর যা কিছু আছে তা যখন উত্থিত হবে–
  10. এবং (মানুষের) অন্তরে যা ছিলো (তখন) তা প্রকাশ করে দেয়া হবে,
  11. এদের (সবার) সম্পর্কে অবশ্যই তাদের মালিকই সবচেয়ে ভালো জানবেন।