আয়াত ০ | রুকু | অবতীর্ণের অনুক্রম ০০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
শপথ আলোকোজ্জ্বল মধ্য দিনের,
-
শপথ রাতের (অন্ধকারের), যখন তা (চারদিকে) ছেয়ে যায়,
-
তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি (তোমার ওপর) অসন্তুষ্টও হননি;
-
অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম;
-
অল্পদিনের মধ্যেই তোমার রব তোমাকে (এমন কিছু) দেবেন যে, তুমি (এতে) খুশী হয়ে যাবে;
-
তিনি কি তোমাকে এতীম অবস্থায় পাননি– অতপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন,
-
তিনি কি তোমাকে (সঠিক পথের সন্ধানে) বিব্রত অবস্থায় পাননি, অতপর তিনি তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন,
-
তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাননি, অতপর তিনি তোমাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন;
-
অতএব তুমি কখনো এতীমদের ওপর যুলুম করো না;
-
কোনো প্রার্থীকে কোনো সময় ধমক দিয়ো না;
-
তুমি তোমার মালিকের অনুগ্রহসমূহ বর্ণনা করে যাও।