আয়াত ৪২ | রুকু ১ | অবতীর্ণের অনুক্রম ০৮০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
-
সে (নবী ) ভ্রুকুঞ্চিত করলো এবং (বিরক্ত হয়ে ) মুখ ফিরিয়ে নিলো,
-
কারণ তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে;
-
তুমি কি জানতে- হয়তো বা সে (অন্ধ ব্যক্তিটি) নিজেকে পরিশুদ্ধ করে নিতো,
-
(কিংবা) সে উপদেশ গ্রহন করতো, অতঃপর তা তার জন্য উপকারী হতো;
-
(অপরদিকে) যে (লোকটি হেদায়েতের প্রতি ) বেপরোয়া ভাব দেখালো-
-
তুমি তার প্রতিই (বেশি) মনোযোগ প্রদান করলে;
-
(অথচ) সে ব্যক্তি পরিশুদ্ধ হবে এটা তোমার দায়িত্বও নয়;
-
(অপর দিকে ) যে ব্যক্তিটি (নিজ পরিশুদ্ধির জন্য) তোমার কাছে দৌড়ে আসছে,
-
সে (আল্লাহকে) ভয় করে,
-
(অথচ) তুমি তার প্রতিই বিরক্ত হলে,
-
না, কখনোই (এমনটি উচিৎ) নয়। এ (কোরআন) হচ্ছে একটি উপদেশ,
-
যে চাইবে সে তা স্মরণ করবে।
-
সম্মানিত স্থান (লওহে মাহফুজ)-এ (সংরক্ষিত) আছে,
-
উঁচু মর্যাদাসম্পন্ন ও সমধিক পবিত্র,
-
এটি সংরক্ষিত (থাকে) মর্যাদাবান লেখকদের হাতে,
-
(তারা) মহান ও পূত চরিত্রসম্পন্ন;
-
মানুষের প্রতি অভিসম্পাত! কোন জিনিসটি তাকে (আল্লাহর আয়াতকে) অস্বীকার করালো;
-
আল্লাহ তায়ালা কোন বস্তু থেকে তাকে সৃষ্টি করেছেন; (তা কি সে দেখলো না?)
-
তিনি তাকে একবিন্দু শুক্র থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তার (দেহে সবকিছুর যথাযথ) পরিমাণ নির্ধারণ করেছেন,
-
অতঃপর তিনি (এই দুনিয়ায়) তার চলার পথ সহজ করে দিয়েছেন,
-
এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে কবরে রেখেছেন,
-
আবার তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন;
-
না, তাকে যা আদেশ করা হয়েছে তা সে পালন করেনি;
-
মানুষ তার খাবারের দিকেও একবার তাকিয়ে দেখুক (কতগুলো স্তর অতিক্রম করে এই খাবার তার সামনে আনা হয়েছে),
-
আমি (শুকনো ভূমিতে) প্রচুর পরিমাণে পানি ঢেলেছি,
-
এরপর আমি যমীনকে বিদীর্ণ করেছি,
-
(অতঃপর) তাতে উৎপন্ন করেছি শস্যদানা,
-
আঙ্গুরের থোকা ও রকমারি শাকসবজি,
-
(আরও উৎপন্ন করেছি) যয়তুন ও খেজুর (-সহ বিভিন্ন ধরণের ফলমূল),
-
(সেখানে রয়েছে ) শ্যামল ঘন বাগান,
-
(আছে ) ফলমূল ও ঘাস,
-
(এর সবই হচ্ছে ) তোমাদের এবং তোমাদের গৃহপালিত জন্তু-জানোয়ারের উপকার ও উপকারভোগের জন্য;
-
অতঃপর যখন বিকট একটি আওয়াজ আসবে (তখন সব আয়োজন শেষ হয়ে যাবে),
-
সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে,
-
(পালাতে থাকবে) তার নিজের মায়ের কাছ থেকে, বিজের বাবার কাছ থেকে,
-
তার সহধর্মিনী থেকে, (এমনকি) তার ছেলেমেয়ের থেকেও;
-
সেদিন তাদের প্রত্যেকের জন্যই পরিসস্থিতি এমন (ভয়াবহ) হবে যে, তা-ই তার (ভীতি ও উদ্বেগের) জন্য যথেষ্ট হবে;
-
কিছু সংখ্যক (মানুষের) চেহারা সেদিন উজ্জ্বল হবে,
-
তারা সহাস্য ও প্রফুল্ল থাকবে,
-
(অপরদিকে) সেদিন কিছু সংখ্যক চেহারা (কুৎসিত) হবে, তার উপর ধুলাবালি পড়ে থাকবে,
-
মলিনতায় তা ছেয়ে যাবে,
-
এ লোকগুলোই হচ্ছে (কিতাব) অস্বীকারকারী, এরাই হচ্ছে পাপিষ্ঠ।